সাংবাদিক মুজাক্কিরকে নিয়ে বড় ভাইয়ের স্ট্যাটাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৪ মে ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে মারা যাওয়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৯) হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর তার বড় ভাই নুরুদ্দিন নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ছোট ভাইয়ের শূন্যতা তুলে ধরে ওই স্ট্যটাস দেন।

নুরুদ্দিনের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো -

প্রাণপ্রিয় ছোট ভাইবিহীন ১ম ঈদ।
হে আল্লাহ!
যারা আমাদের হাসি-আনন্দ নিয়েছে কেড়ে
যারা আমার বৃদ্ধ মা-বাবার
সুখ-শান্তি-ঘুম নিয়েছে কেড়ে
তুমি তাদের দিও না ছেড়ে।
যারা আমাদের চোখে দিয়েছে জল
তুমি তাদের দিও তার প্রতিফল
তুমি ছাড় দিলেও দাও না ছেড়ে
তোমার আজাব আসুক তেড়ে
তুমি তাদের দিও না ছেড়ে।

jagonews24

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট তরকারি বাজারের সামনে সেতুমন্ত্রীর ছোট ভাই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মুজাক্কির গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি আইসিইউতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত (২৩ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন নিহতের বাবা নোয়াব আলী মাষ্টার।

নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাষ্টারের ছেলে এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।