হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু রোববার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৫ মে ২০২১

করোনার কারণে দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেক পোর্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার আবার শুরু হচ্ছে। রোববার (১৬ মে) থেকে এ প্রক্রিয়া শুরু হবে।

হিলি ইমিগ্রেশন কর্মকর্তা সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা প্রতিরোধের কারণে গতবছরের ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ করে দেয় সরকার। সরকারি সিদ্ধান্তে রোববার থেকে হিলি চেকপোস্ট দিয়ে আবার পাসপোর্টে যাত্রী পারাপার শুরু হবে।

ইতোমধ্যে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম, মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান ও ওসি ফেরদৌস ওয়াহিদ হিলি ইমিগ্রেশন পরিদর্শন করেছেন। পাশাপাশি যাত্রী পারাপারে কোয়ান্টোইন ও করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।