বাড়ির পাশে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৫ মে ২০২১
ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ফাঁকা মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মে) সকালে উপজেলার আমড়া গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম সাদ্দাম (২৬)। তিনি ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের আমড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম সাদ্দাম ঈদের দিন শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফিরেন নি। শনিবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের ফাঁকা মাঠে ডিপ টিউবয়েলের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।