হাওরের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
কিশোরগঞ্জের হাওরে গোসল করার সময় পানিতে ডুবে মাজহারুল ইসলাম (২৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মে) বিকেলে মিঠামইন উপজেলার ঢাকি এলাকায় এ ঘটনা ঘটে। মিঠামইন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাঁইটুটা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মাজহারুল ইসলাম ঢাকার উত্তরায় থাকেন। ঈদ উপলক্ষে গ্রামে আসেন। শনিবার সকালে ঢাকা থেকে হাওরে ঘুরতে তাদের বাড়িতে আসেন চার বন্ধু। বন্ধুদের নিয়ে হাওরে অলওয়েদার সড়কে ঘুরতে যান মাজহারুল। দুপুর ২টার দিকে সড়কের ঢাকি ব্রিজের নিচে ‘বাগায়াদিগর উদয়ন’ নদীতে গোসল করতে নামেন তারা। চারজন উঠে আসলেও পানিতে ডুবে নিখোঁজ হন মাজহারুল ইসলাম।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে।
নূর মোহাম্মদ/এএইচ/জিকেএস