ভোলায় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৫ মে ২০২১

ঈদুল ফিতর উপলক্ষে ভোলার বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোতে সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে ঈদের দিনের চেয়ে দ্বিতীয় দিনে রয়েছে উপচেপড়া ভিড়। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নতুন করে জায়গাগুলো সাজসজ্জাও করা হয়েছে। বেশিভাগ মানুষই স্বাস্থ্যবিধি মেনে ঘোরাঘুরি করছেন।

শনিবার (১৫ মে) বিকেলে সরেজমিনে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার শাহাবাজপুর মেঘনা পর্যটনকেন্দ্র ও চরফ্যাশন উপজেলার বেতুয়া প্রশান্তি পার্কে এমন দৃশ্য দেখা গেছে।

Bhola-Eid-Binodon

ভোলা সদরের তুলাতুলি এলাকার শাহাবাজপুর মেঘনা পর্যটনকেন্দ্র ঘুরতে আসা মো. রিপন জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে শাহাবাজপুর মেঘনা পর্যটনকেন্দ্র ঘুরতে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। ঘোড়ার পিঠে চড়ে ঘোরা যায় এবং স্পিড বোর্ডে ও ট্রলারের করে ঘোরা যায়।

তিনি জানান, করোনার কারণে দীর্ঘদিন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হতে পারিনি। ঈদ উপলক্ষে সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে ঘুরেছি, অনেক ভালো লেগেছে।

চরফ্যাশন উপজেলার বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসা সাইফুল ইসলাম রুবেল ও মো. নাহিদ জানান, ভোলার বিভিন্ন স্থানে ঘুরেছি এবার চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে এসেছি। আমরা পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ঘুরছি। 

Bhola-Eid-Binodon

অনেকেই জানান, করোনার কথা মাথা রেখে আমরা মাস্ক পরেছি। সঙ্গে হ্যাক্সিসল নিয়ে এসেছি, কিছুক্ষণ পরপর হাতে মাখছি।

এদিকে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু সংখ্যক লোক মানছেন না। তবে সংবাদকর্মীদের দেখে স্বাস্থ্যবিধি না মানা অনেকেই সরে যেতে দেখা গেছে।

তুলাতুলি শাহাবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. দুলাল জানান, আজ আমাদের শাহাবাজপুর মেঘনা পর্যটনকেন্দ্রে অনেক মানুষ ঘুরতে এসেছে। আমাদের এখানে মানুষের বিনোদনের জন্য ঘোরা, নাগর দোলা, শিশুদের দোলনা, বসার ব্যাঞ্চ, মেঘনা নদীর র্তীরে ঘোরার জন্য স্পিড বোর্ডসহ বিভিন্ন সৌন্দর্যের ব্যবস্থা করা হয়েছে। 

Bhola-Eid-Binodon

ঘুরতে আসা কাউকে আমরা মাস্ক ছাড়া ভেতরে ঢুকতে দেই না। এছাড়াও সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে বলি।

তিনি জানান, করোনার কারণে দীর্ঘদিন আমাদের এখানে মানুষ ঘুরতে না আসায় অনেক লোকসান গুনতে হয়েছিল। এবার ঈদে সেই লোকসান পুষিয়ে নিতে পারব।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।