রোগী দেখতে যাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৬ মে ২০২১

ভোলার স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীকে দেখতে যাওয়ায় প্রতিপক্ষরা তিনজনকে পিটিয়ে আহত করেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রায়হান (৩৫), জাকির হোসেন (৪০), নার্গিস (২৫) ও বশির উল্লাহ মুন্সি (৫৫)। আহতরা সবাই ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রায়রাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার (১৬ মে) ভোরে ভোলা সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

আহত রায়হান ও জাকির হোসেন জানান, শনিবার রাতে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল বারেক ও তার ছেলে আল আমিন, জহিরুল ইসলাম, মেহেদী, নুরুল আমিন তাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিলেন। এসময় মো. মাসুম বাথরুমের থেকে বের হলে তাকে মারধর শুরু করেন প্রতিপক্ষের লোকজন।

আহত মাসুদের চিৎকারের কয়েকজন ছুটে আসলে তাদেরও মারধর করেন তারা। এসময় আহতদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আহত সুমনকে দেখতে গেলে সেখানেও চারজনকে পিটিয়ে আহত করা হয়।

অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষরা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের দেখে হামলা চালালে আমরাও হামলা চালাই।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।