শিশুকে দুদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৭ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদে এক শিশুকে হাত-পা বেঁধে দুদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৬ মে) শিশুটিকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে অভিযান চালিয়ে ওই তিনজন গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের বাবুল (৪৫), শাহীন (২১) ও মান্নান (২৫)।

নির্যাতনের শিকার শিশু ওই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর শিশুটি তার নানার বাড়িতে বসবাস করছে। তার নানী বাদী হায়ে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ‘ঈদের দিন মেরাশানী বাজার এলাকা থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল ফোন চুরির অভিযোগে শিশু ইয়াকুবকে পরদিন শনিবার আটক করে গ্রাম পুলিশ মজিদ মিয়ার ছেলে বাবু ও একই এলাকার আলিম মিয়ার ছেলে রুবেলসহ আরও কয়েকজন যুবক। এ সময় শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। রোববার তাকে ছেড়ে দেওয়া হয়। শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘শিশু নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে আমরা ৪ ঘণ্টার ভেতর মামলার এজহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।