পূর্ববিরোধের জেরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে শরিফুল ইসলাম হেলাল (৩২) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের ফেরদাউস আলম মনার ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে জাহিদ তালুকদারের লোকজন। পরে স্থানীয়রা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেদী হাসান/এএইচ/এএসএম