মেয়েকে রক্ষায় নিজের জীবন দিলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ মে ২০২১

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী।

মঙ্গলবার (১৮ মে) সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের স্বামী মিলনের চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

তিনি বলেন, ‘সকালে স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে ক্ষেত থেকে সবজি তোলার জন্য যাচ্ছিলাম। সে সময় আমি ও ছেলে মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে গেলেও স্ত্রী নুরজাহান ও মেয়ে জান্নাতুল (৪) পার না হয়ে মহাসড়কের পাশে কাঁচামাটিতে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও মেয়ে জান্নাতুলের দিকে যাচ্ছিল। ওই সময় মৃত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী নুরজাহান মেয়ে জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়।’

এ ঘটনায় নাটোর-পাবনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামের এক নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।