এক সপ্তাহের দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৮ মে ২০২১

গত এক সপ্তাহ ধরে দাবদাহের পর কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টার দিকে হঠাৎ করে আকাশ ঢেকে যায় কালো মেঘে।

মুহূর্তেই অন্ধকার হয়ে পড়ে চারপাশ। শুরু হয় ভারী বর্ষণ। সঙ্গে ছিল বজ্রপাতও। রাস্তায় গাড়ি চলাচল করতে হয় হেডলাইট জ্বালিয়ে। থমকে যায় স্বাভাবিক জীবন।

jagonews24

প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে যায়। আকস্মিক বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি ফিরলেও বজ্রপাতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ।

জেলার নিকলীতে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া কর্মকর্তা মো. আক্তার হামিদ জানান, বিকেল ৩টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ কেন্দ্র থেকে ৩৫ কিলোমিটার পর্যন্ত এলাকার বৃষ্টিপাত রেকর্ড করা যায়। তাই পুরো জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেক বেশি হবে।

নূর মোহাম্মদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।