ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৮ মে ২০২১
ফাইল ছবি

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারহানা আক্তার ইতি (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতি লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকার ফারুক আজমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভাইয়ের মোটরসাইকেলে ইতি ভবানীগঞ্জ এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ইতি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।