হাসপাতাল থেকে পালিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২০ মে ২০২১
ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো করোনা রোগী ষষ্ঠী চন্দ্র দেবনাথের (৩৫) খোঁজ মিলেছে। তিনি তার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

হাসপাতাল থেকে পালানোর ঘটনায় বুধবার (১৯ মে) দিনভর গঙ্গাচড়ায় জনসাধারণের মাঝে তোলপাড় সৃষ্টি হয়।

ষষ্ঠী চন্দ্র দেবনাথ উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বেদপাড়া গ্রামের উত্তম চন্দ্র দেবনাথের ছেলে।

গঙ্গাচড়া থানার এএসআই শরিফুল ইসলাম জানান, সোমবার (১৭ মে) থেকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন ষষ্ঠী দেবনাথ। বুধবার সকালে তিনি গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করান এবং করোনা ইউনিটে ভর্তি হন। ওই দিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেন ষষ্ঠী দেবনাথ করোনা পজেটিভ। করোনা পজেটিভ জেনে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। পরে পুলিশ তার বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও হদিস পায়নি। পরে থানা পুলিশ পরিবারের সঙ্গে কথা বললে বৃহস্পতিবার ভোরে তাকে বাড়িতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস বলেন, ষষ্ঠী তার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। বর্তমানে সুস্থ আছেন তিনি।

জীতু কবির/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।