মেয়রের উপস্থিতিতে ছাত্রলীগ নেতাকে মারধর, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২১ মে ২০২১

শেরপুরের নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের নির্দেশে জেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহমেদ বাদশার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মিটিং শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরে মেয়রের কর্মীরা তাকে মারধর করে বলে অভিযোগ সাব্বিরের পরিবারের।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপজেলা পরিষদের সিঁড়ি দিয়ে নামার সময় মেয়রকে সালাম দেন ছাত্রলীগ নেতা সাব্বির। সালাম দেয়ার পরই মেয়রের কর্মীরা তাকে এলোপাথারি কিল-ঘুষি দিতে থাকে।

পরে মেয়র ঘটনাস্থলে এসে তার কর্মীদের ফিরিয়ে নিয়ে যান। এসময় নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু সাব্বিরকে নিয়ে যাচ্ছেন বলে দেখা যায় ফুটেজে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে এ ঘটনায় সাব্বিরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন।

সাব্বিরের বাবা আব্দুল মতিন বলেন, বুধবার মিটিং শেষ করে মেয়র আবু বক্কর তার কর্মীদের নিয়ে নামছিলেন। এসময় নিচে সাব্বির দাঁড়ানো ছিল। মেয়রকে দেখেই সাব্বির সালাম দেন।

তবে সালামের জবাব না নিয়ে মেয়র তাকে ধমক দিয়ে বলেন ‘এই বেয়াদব! তুই এহেনে কি করস রে?’। এরপর উনি যাওয়ার পরই তার (মেয়রের) অনুসারীরা সাব্বিরকে মারধর করে।

তিনি আরো বলেন, ‘লেবু সাহেব (উপজেলা চেয়ারম্যান) আমার ছেলেকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে পাঠানোর পর খবর পেয়ে হাসপাতালে যাই। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। আমি ঘটনার সাথে জড়িতদের বিচার চাই’।

ঘটনার পরই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

jagonews24

শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহমেদ শাকিল বলেন, ‘মেয়রের সামনেই জেলা ছাত্রলীগের একজন পোস্টেড নেতাকে মারধরের ঘটনা লজ্জাজনক। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মেয়রের সঙ্গে থাকা ছেলেগুলোই সাব্বিরের ওপর হামলা করেছে। জড়িতদের বিচার দাবি করছি’।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, ‘সাব্বিরের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে’।

এদিকে এ ঘটনার পর উপজেলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পুলিশকে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন।

তিনি বলেন, ‘ঘটনাটি উপজেলা পরিষদ চত্বরে ঘটেছে। তাই দফতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। আর সিসিটিভি ফুটেজ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পুলিশকে অনুরোধ করা হয়েছে’।

নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে বলেন, ‘আমি বা আমার কোনো কর্মী সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত না। আমাকে হেয় করার জন্যই এ প্রচারণা চালানো হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত আমি নিজেও তাদের বিচার চাই’।

নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু বলেন, ‘উপজেলা পরিষদ ভবনে একজন ছাত্রলীগ নেতার ওপর হামলা নিন্দার কাজ। আমি স্থানীয় সরকারের দফতরে এ ঘটনার বিষয়ে চিঠি দেব’।

ইমরান হাসান রাব্বী/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।