মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২১ মে ২০২১

প্রধানমন্ত্রীর এপিএস-২ পরিচয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে মো. রুবেল মিয়া ওরফে শাওন (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২১ মে) ভোর চারটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক রুবেল হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

দুপুরে-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার এএসপি উনু মং আটকের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-৪ এর কর্মকর্তা উনু মং জানান, বেশ কিছুদিন ধরে মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস-২ পরিচয় দিয়ে গাজী হাফিজুর রহমান বিভিন্ন ব্যক্তির কাছ ত্রাণ বিতরণের কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল।

এছাড়া ইউপি নির্বাচনে গণভবন থেকে নৌকা প্রতীক জেলা পর্যায়ে দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বসানোর আশ্বাসে মোটা অঙ্কের টাকা দাবি করে।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া ভিজিটিং কার্ড পাওয়া যায়।

উনু মং বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল প্রতারণার কথা স্বীকার করেছেন।

বি এম খোরশেদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।