কাদের মির্জার অনুসারী কাউন্সিলর রাসেল গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২২ মে ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার ঘটনায় বসুরহাট পৌরসভার কাউন্সিলর মো. রাসেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মো. রাসেল বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুস ছাত্তারের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি পৌর মেয়র কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। তিনি বলেন, ‘৬ মে রাত ৮টায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদু কেরানীর পোল এলাকায় বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে’

এছাড়া সাম্প্রতিক কোম্পানীগঞ্জের বিবদমান রাজনৈতিক সহিংসতায় কাউন্সিলর রাসেলের বিরুদ্ধে আরও ১০-১২টি মামলা রয়েছে বলেও জানান ওসি

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ৬ মে সন্ধ্যার পর বাড়ি থেকে রিকশাযোগে বসুরহাট আসছিলেন। পথে কাদের মির্জার অনুসারী বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাসেলের নেতৃত্বে আইনুল মারুফসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন। এতে লাঠির আঘাতে তিনি আহত হন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।