অজু করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে
লক্ষ্মীপুরের রায়পুরে অজু করতে গিয়ে পুকুরের ডুবে আলী আহম্মদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার হায়দরগঞ্জ বাজারের বটতলা এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলী আহম্মদ উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের খতিব আনোয়ার হোসাইন তাহের জাবেরির ব্যক্তিগত খাদেম ছিলেন। সম্প্রতি খাদেমের কাজ থেকে অবসর নেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২২ মে) রাতে এশার নামাজ পড়তে হায়দরগঞ্জ কামিল মাদরাসার সামনের মসজিদে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অজু করতে গিয়ে পানিতে পড়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।
মৃত আলী আহম্মদের ভাই আবদুস সোবহান বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। রাতে নামাজ পড়তে গিয়ে বাড়ি ফেরেননি। সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন নেয়া হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
কাজল কায়েস/এএইচ/এমকেএইচ