গাঁজাসহ যুবককে পুলিশে দিল জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৩ মে ২০২১

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ সাইদুর রহমান শাহিন (৪১) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা, একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের পরিচয়পত্র জব্দ করা হয়।

শনিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেফতার শাহিন একই ইউনিয়নের কুশঙ্গল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

রোববার (২৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টায় কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় একজনকে আটক করে তারা। তবে বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, শনিবার রাতে শাহিনের বিরুদ্ধে উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। রোববার সকালে এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

আতিক রহমান/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।