নড়াইলে কর্মহীন নারীদের পাশে ‘আর্জেন্ট সাপোর্ট’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৩ মে ২০২১

নড়াইলে কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ। রোববার (২৩ মে) শহরের রুপগঞ্চ জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানে ১০টি সেলাই মেশিন দেয়া হয় তাদের।

এছাড়া নড়াইল সদর পৌরসভায় পাঁচটি টিউবওয়েল ও একজন গৃহহীন অসহায় মানুষকে ঘর নির্মাণের যাবতীয় উপাদান সামগ্রী দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসবসামগ্রী দেন আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক তানভীর তনু।

এসময় আরো উপস্থিত ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপিত এম মুনীর চৌধুরী, আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ নড়াইল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

তানভীর তনু বলেন, এর আগেও বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ করে দিয়েছি। নড়াইল ছাড়াও বাংলাদেশের ১৫টি জেলায় আমাদের কার্যক্রম রয়েছে।

হাফিজুল নিলু/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।