গোসলের সময় তরুণীর শ্লীলতাহানি, যুবকের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৫ মে ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসলের সময় তরুণীর শ্লীলতাহানির অভিযোগে শফিকুল ইসলাম হীরা (২৪) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে তা‌কে কি‌শোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকু‌ন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান এ দণ্ড দেন।

শফিকুল ইসলাম হীরা উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চরপাড়া গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়িতে গোসল করছিলেন ওই তরুণী। এ সময় কৌশলে সেখানে গিয়ে তরুণীর শ্লীলতাহানি করেন শফিকুল। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে শফিকুলকে আটক করে।

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নূর মোহাম্মদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।