জয়পুরহাটে জালটাকাসহ ৪ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৭ মে ২০২১

জয়পুরহাটের কালাইয়ে দুই লাখ টাকার জাল নোটসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২৭ মে) ভোরে উপজেলার পুনট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার তালহারা গ্রামের মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬), নজরুল ইসলাম প্রামাণিকের ছেলে আব্দুর শুকুর আলী প্রামাণিক (৩৪), গোদন কুড়ি গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধা (৩৪) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)।

jagonews24

র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, পুনট হিমাগার এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব। এসময় দুই লাখ টাকার জাল নোট, নগদ চার হাজার ৫০ টাকাসহ চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর আটককৃতদের কালাই থানায় হস্তান্তর করা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।