অপহরণের ৩ মাস পর মা-ছেলে উদ্ধার
অপহরণের তিন মাস পর নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে মা ও ছেলেকে। বুধবার (২৬ মে) রাতে নওগাঁর পত্নীতলা থেকে তাদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ মে) উদ্ধার হওয়া মা ও ছেলেকে নীলফামারী নিয়ে আসা হয়।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি নীলফামারীর ডোমার পৌর শহরের চিকনমাটি গ্রাম থেকে অপহরণ করা হয় আল-আমিন মিয়ার স্ত্রী ও তার সাত বছরের ছেলেকে।
নীলফামারী থানার পরিদর্শক ওসি (তদন্ত) মাহমুদ-উন-নবী বলেন, এ ঘটনার মূল অপহরণকারী বগুড়ার কাহালু এলাকার ফজলুল কাজি কাদের ওরফে নুর আলম একটি প্রতারণা মামলায় গাজীপুরে গ্রেফতার রয়েছেন। তাকে নীলফামারীর এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার বাদী আল-আমিন বলেন, গত ২৫ ফেব্রুয়ারি আমার স্ত্রী ও সন্তান আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় নীলফামারীর গাছবাড়ি এলাকা থেকে ফজলুল তাদের অপহরণ করেন। এ ঘটনায় তিনি নীলফামারী থানায় মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, আসামি মামলার বাদীর কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য মোবাইলে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, মামলার অপহৃত ব্যক্তিদের উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। কিন্তু আসামি ঘন ঘন স্থান পরিবর্তন ও মোবাইলের সিম পরিবর্তন করায় নীলফামারী থানা পুলিশ বগুড়া ও রাজশাহীতেও অভিযান চালায়।
সর্বশেষ মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহারুল ইসলাম ও বিশেষ টিম বুধবার রাতে নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে মা-ছেলেকে একটি বাড়িতে জিম্মি অবস্থায় উদ্ধার করে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বৃহস্পতিবার সকালে মা ও ছেলেকে নীলফামারী জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে নেয়া হয়। আদালতের নির্দেশে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহেদুল ইসলাম/এসএমএম/জিকেএস