লক্ষ্মীপুর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মমিন, সম্পাদক রিয়াজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৩ এএম, ৩০ মে ২০২১

লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নির্ধারণ করা হয়েছে। এতে মমিন উল্যাহকে সভাপতি ও রেজাউল করিম রিয়াজকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ কমিটির মেয়াদকাল দু’বছর।

শনিবার (২৯ মে) রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন এ কমিটিতে ১০ জনকে সহ-সভাপতি, ১০ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১০ জনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে আমরা শপথ নিয়েছি। সংগঠনকে গতিশীল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে যাবো।

কাজল কায়েস/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।