দুর্নীতির অভিযোগে বিচারকের বিরুদ্ধে কর্মচারীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩০ মে ২০২১

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এফ এম মেজবাহউল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন আদালতের কর্মচারীরা।

রোববার (৩০ মে) দুপুরে আদালতের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- আদালতের নাজির জহুরুল ইসলাম, বিচারকের গাড়ির চালক রাসেল হোসেন ও ক্যাশ সরকার কামরুজ্জামানসহ অন্যরা। তারা অভিযোগ করেন জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ এম মেজবাহউল হক যোগদানের কিছুদিন পর থেকে কর্মচারীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা দাবি, না দিলে বেতনভাতা বন্ধ করে দেয়াসহ নানাভাবে আর্থিক অনিয়ম ও তাদের সাথে দুর্ব্যবহার করেন।

রাশেদুজ্জামান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।