পেশা তার বাইসাইকেল চুরি!
নীলফামারীতে ২৫টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা বাইসাইকেল চোর দলের প্রধানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের খাতোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে বাইসাইকেল উদ্ধার করে চোর দলের প্রধান আনোয়ারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. আব্দুর রউপ।
জানা যায়, গোপন খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদ-উন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল খাতোয়ালপাড়া গ্রামে আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে থাকা ২৫টি বাইসাইকেল উদ্ধার করে আনোয়ারুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আনোয়ারুল এর আগেও সাতটি চোরাই বাইসাইকেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের থানায় বাইসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
জাহেদুল ইসলাম/এমএইচআর