কি‌শোরগ‌ঞ্জে খালে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ‌কি‌শোরগ‌ঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৩১ মে ২০২১
প্রতীকী ছবি

‌কি‌শোরগ‌ঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে আফাজ (৮ ) ও লা‌মিম (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার গুজা‌দিয়া ইউনিয়নের টাম‌নি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আফাজ ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ক‌বির উদ্দিনের ছেলে, লা‌মিম একই গ্রামের আবদুর রশিদের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌মিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুদের স্বজনরা জানান, বাড়ির পাশে খেলা করছিল আফাজ ও লা‌মিম। এক পর্যায়ে সবার অগোচরে গজারিয়া খালের পানিতে পড়ে যায় দুই শিশু। অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তা‌দের উদ্ধার করা হয়। করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজন‌কেই মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।