‘দীর্ঘসময় আদালত বন্ধ থাকায় ন্যায়বিচার পাচ্ছে না মানুষ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০২ জুন ২০২১

নোয়াখালীতে আদালত পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি। এতে শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

বুধবার (২ মে) বেলা সাড়ে ১১টায় জেলা জজকোর্টের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ ভূঞা, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েল, সিনিয়র আইনজীবী গোলাম আকবরসহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘করোনাকালীন সময়ে সরকার সবকিছু খুলে দিয়েছে, শুধু আদালত কেন বন্ধ থাকবে? এছাড়া আদালত বন্ধ রেখে করোনা মোকাবিলা সম্ভব নয় ও এতে মামলার জট বৃদ্ধি পাচ্ছে’।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গুলজার হোসেন জুয়েল বলেন, ‘দীর্ঘসময় আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি আইনজীবীদের পেশাও হুমকিতে পড়েছে। বিষয়টি ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানাচ্ছি’।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।