প্যাকেটজাত দুধ ও টি-শার্ট পেল এক হাজার শিক্ষার্থী
বিশ্ব দুগ্ধ দিবসে নড়াইলে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ১০০ শিক্ষার্থী।
বুধবার (২ জুন) নড়াইল সরকারি শিশু পরিবারসহ পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করে জেলা প্রাণিসম্পদ অধিদফতর।
এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ হাসান, সমাজসেবা অফিসার সুজাউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
এতে নড়াইল সরকারি শিশু পরিবারের ৫০ জন এতিম শিশু ও বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৫০ শিক্ষার্থীর মাঝে দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম