চাঁপাইনবাবগঞ্জে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০২ জুন ২০২১

আম বুকিংয়ের জন্য নির্ধারিত সময় কমিয়ে দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ অবরোধ করেছেন ব্যবসায়ীরা। অবরোধের কারণে ট্রেনটি নির্ধারিত সময় বুধবার (২ জুন) বিকেল ৪টায় স্টেশন ছেড়ে যেতে পারেনি।

অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালুর পর থেকেই বিকেল ৩টা পর্যন্ত আম বুকিং নেয়া হতো। কিন্তু হঠাৎ করেই বুধবার দুপুর ১টার পর স্টেশনের বুকিং অফিস থেকে জানানো হয়, আর আম বুকিং নেয়া হবে না। এতে ক্ষুব্ধ হয়ে তারা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। বিকেল ৪টায় ট্রেনটি ছাড়ার জন্য বারবার হুইসেল বাজালেও আন্দোলনকারীরা সরে না যাওয়ায় ছেড়ে যেতে পারেনি।

স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ মাত্র আধাঘণ্টা অবস্থান করে। আম বুকিং বেশি হয়ে গেলে এই আধাঘণ্টা সময়ের মধ্যে সেগুলো ওয়াগনে লোড করা সম্ভব হয় না। যে কারণে আমের বুকিংয়ের সময় কমানো হয়েছে।

পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী সেখ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আম বুকিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর আড়াই ঘণ্টা দেরিতে সন্ধ্যা সাড়ে ৬টার সময় ট্রেন ছেড়ে যায়।

লিয়াকত আলী সেখ জানান, সবগুলো আম বুকিংয়ের ব্যবস্থা করে দেয়ার পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পরে ট্রেনটি ছেড়ে যায়।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ট্রেনটি অবস্থানের সময় বাড়ানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সময় বাড়ালেই সমস্যার সমাধান হয়ে যাবে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।