ভারসাম্যহীন নারীর কোলজুড়ে ফুটফুটে সন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৩ জুন ২০২১

ঝলকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী লাইজুর কোলজুড়ে এসেছে সন্তান। বৃহস্পতিবার (৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান জন্ম দেন তিনি।

স্থানীয়রা জানান, বাবা-মা হীন বুদ্ধি প্রতিবন্ধী লাইজু উপজেলার আঙ্গারিয়া এলাকায় ভূমিহীন চরে বসবাস করেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানতে পান স্বামী ছাড়া ওই বুদ্ধি প্রতিবন্ধী সন্তান সম্ভাবনা। তাকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হলে বৃহস্পতিবার সকালে ফুটফুটে সন্তান জন্ম দেন।

১০ বছর আগে উপজেলার ভাতকাঠি এলাকায় বিবাহ হয়েছিল লাইজুর। স্বামী আরেকটি বিয়ে করলে তাকে ডিভোর্স দিয়ে চলে আসেন তিনি। ওই সংসারে ছয় বছরের একটি ছেলে রয়েছে তার। ওই সময় থেকে তিনি ভারসাম্যহীন হয়ে পড়েন। তার মা-বাবা ও জমি না থাকায় চরে বসবাস করতো সে।

jagonews24

রাজাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন বলেন, তাকে আইনগত সহায়তা করা হবে। সুস্থ হলে তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।