জয়পুরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৩ জুন ২০২১

জয়পুরহাটে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর চকবিলা গ্রাম এবং পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- রুকিন্দিপুর চকবিলা গ্রামের আসমাউল হোসেনের ছেলে তানভির আরাভ শাকিল (২৩)। জয়পুরহাট সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র তিনি। ফারুক হোসেন ছোট মানিক গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চকবিলা গ্রামের শাকিল আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাড়ির পাশের বিলে গরু আনতে যান। এই সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বজ্রপাতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অন্যদিকে ছোট মানিক এলাকার কৃষক ফারুক বাড়ির পাশে পাটের জমিতে সার দেয়ার সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।