লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৪ জুন ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মাজহারুল ইসলাম হৃদয় (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) বিকেলে উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের ফোরকানিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌর বিএনপির দফতর সম্পাদক বাহার উদ্দিনের ছেলে। তিনি ডিগ্রি শেষ বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়সহ দুইজন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে একটি যাত্রীবাহী লেগুনা পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হৃদয় ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, হৃদয় মেধাবী ছাত্র ও দক্ষ নেতা ছিলেন। সম্প্রতি তিনি মাস্টাররুলে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে যোগদান করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।