টাঙ্গাইলে হেরোইন-দেশীয় মদসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৫ জুন ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৫ জুন) সকালে উপজেলার গোড়াই রাকের টেকি গ্রাম আর গায়রা বেতিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, একই গ্রামের তোতা খানের স্ত্রী শাহানাজ বেগম শাহানা (৪৫), সখীপুরের নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (২২)।

অভিযান চলাকালে মির্জাপুরের গোড়াই রাকের টেকি গ্রামের তোতা খানের স্ত্রী শাহানাজ বেগমের কাছ থেকে দুই লাখ টাকা আনুমানিক মূল্যের ২০ গ্রাম হেরোইন ও নগদ এক লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে উপজেলার গায়রা বেতিল গ্রামে অভিযান চালিয়ে সখীপুরের তক্তারচালা গ্রামের মাদক ব্যবসায়ী অজয় সরকার ও শামীম মিয়াকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ, দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে এ মাদক ব্যবসায়ীরা হেরোইন ও দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে মির্জাপুরসহ অন্যান্য এলাকায় বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করাসহ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় দুইটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।