বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৫ জুন ২০২১

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ও বিভিন্ন প্রকার ফাঙ্গাস আতঙ্কে পাঁচদিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার (৫ জুন) দুপুরে ভারত, নেপাল ও ভুটান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে কয়েকটি ট্রাক ভারতের ফুলবাড়ি হয়ে বন্দরে প্রবেশ করে।

আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, পাঁচদিন বন্ধ থাকার পর প্রথমদিনে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে গেট খুলতে কিছু সময় দেরি হয়। তবে আগামীকাল থেকে যথা সময়ে খোলা থাকবে বন্দর। আজকে হয়তো পাথরের গাড়ি ঢুকবে না। অন্য পণ্য আমদানি-রফতানি চালু রয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, বাংলাবান্ধার ওপারেই ভারতের শিলিগুড়িতে করোনা আর ফাঙ্গাস সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে। এজন্য স্থানীয়দের মতো আমরাও চাই আপাতত জরুরি পণ্য আমদানি-রফতানি চালু থাক। পাথর আমদানি বন্ধ থাকলে আমরা কিছুটা স্বস্তিতে থাকতে পারবো।

এর আগে ৩১ মে (সোমবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেন আমদানি রফতানিকারক ও ব্যবসায়ীরা।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।