মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৫ জুন ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড়। শুক্রবার (৪ জুন) জেলে অজিত সাহার জালে মাছটি ধরা পড়ে।

সন্ধ্যার পর ভৈরবের ফেরিঘাট এলাকায় আম্মাজান পাইকারি আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি হয় বলে জানান আড়তের পাইকার শংকর।

আড়তের পাইকার ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করেন। কিন্তু এতো বড় মাছ তার আড়তে আগে কখনো আসেনি।

জেলেরা প্রথমে মাছটির দাম হাঁকেন ২০ হাজার টাকা। পরে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে অজিত সাহা বলেন, মেঘনা নদীতে এতো বড় মাছ এর আগে কখনো ধরতে পারিনি। জাল টানার সময় আমরা কিছুটা ভয় পেয়ে যাই। পরে পানির ওপর জাল উঠলে বাঘাইড় মাছটি দেখতে পাই। তারপর অনেকটা কৌশলে মাছটি নৌকায় তুলে বেঁধে রাখি।

১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পেরে খুশি অজিতসহ তার সহকর্মী জেলেরা।

নূর মোহাম্মদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।