অভিমানী আরিফের দায়িত্ব নেননি মা, পরিবারের কাছে ফিরলেন বৃষ্টি
দিনাজপুরের বিরামপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে পথ হারিয়ে ফেলা বৃষ্টি আকতারকে (২৩) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৫ জুন) সকালে পরিবারের কাছে হস্তান্তর করে বিরামপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুন) বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকা থেকে এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। ওই তরুণী যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর এলাকার বিপ্লব মিয়ার মেয়ে বলে জানালে পুলিশ স্বজনদের খবর দেন। পরে তাদের হাতে বৃষ্টি আক্তারকে তুলে দেয়।
এদিকে মায়ের সঙ্গে অভিমান করে পালিয়ে যাওয়া শিশু আরিফের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার মা। পরে তাকে রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পাঠানো হয়েছে।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাইতনগর এলাকার জাবেদ আলী ও জিল্লু বেগম ছেলে আরিফ। বছর তিনেক আগে আরিফের বাবা জাবেদ আলী মারা যান। এরপর মা জিল্লু বেগম অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। সেখানে কারণে-অকারণে আরিফের ওপর নির্যাতন করত তার পরিবার। পরে মায়ের ওপর অভিমান করে বাড়ি ছাড়েন আরিফ।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১ জুন) রাতে স্টেশনে কাঁদতে দেখে স্থানীয়দের দেয়া খবরে আরিফকে উদ্ধার করে নারী ও শিশু সহায়তা কেন্দ্রে রাখা হয়। পরে শিশুটির দেয়া তথ্যে তার পরিবারকে খবর দেয়া হয়। পরদিন ওই শিশুর মা এসে তাকে পরিবারের কাছে ফিরে নিতে আপত্তি জানান। পরে উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পাঠানো হয়।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস