সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ জুন ২০২১

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সাইফুল ইসলাম রিপন (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুন) দিবাগত রাত ২টার দিকে দেশটির আল নেওয়াজ সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

নিহতের বড় ভাই শাহজাহান শিপন বলেন, পাঁচ বছর আগে সৌদি আরবে গমন করেন সাইফুল ইসলাম রিপন। সেখানে সে নিজের গাড়ি করে বিভিন্ন পণ্য সরবরাহ করত। শনিবার রাতে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।