ভুয়া সনদে নামজারি করতে এসে জরিমানা গুনলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৬ জুন ২০২১

ভোলায় ভুয়া ওয়ারিশ সনদপত্র নিয়ে জমি নামজারি করতে এসে ধরা খেলেন মো. আবু তাহের (২৫) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান এ জরিমানা করেন। অর্থ দণ্ডপ্রাপ্ত আবু তাহের ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

আবু আব্দুল্লাহ খান বলেন, ‘ওই যুবক একটি ওয়ারিশ সদনপত্র দিয়ে জমি নামজারি করতে আসলে প্রথমে আমরা সন্দেহমূলক তাকে আটক করি। ভুয়া প্রমাণিত হলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের প্রতারণা না করার অঙ্গীকার করিয়ে তাকে ছেড়েরে দেয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ওই যুবকের বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছি। যদি তার বিরুদ্ধে আর কোনো প্রতারণার অভিযোগ পাওয়া যায়, তাহলে ফের আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।