দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৭ জুন ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মজিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জুন) উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফির মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার দুপুরে দুইপ্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন। এদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে মজিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।