যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ ছেড়েছেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৮ জুন ২০২১

যুক্তরাষ্ট্রের উদ্দেশে কোম্পানীগঞ্জ থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (৮ জুন) সকালে মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

কাদের মির্জা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

মেয়র জানান, বুধবার (৯ জুন) ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করবেন

তিনি আরও জানান, বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

আগামী ২৩ জুন চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। এসময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক।

গত পাঁচ মাস ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ ও সমাবেশে খোলামেলা মন্তব্য করে আলোচনায় আসেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।