গাইবান্ধায় নির্মাণাধীন বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ০৯ জুন ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামে মেহেদী হাসানের নির্মাণাধীন বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রামের মেহেদী হাসানের নির্মাণাধীন ভবনে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। এটি টাইমবোমা কিনা তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।’

জাহিদ খন্দকার/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।