টাঙ্গাইলে জুয়ার আসর থেকে গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৯ জুন ২০২১

টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৯ জুন) সকালে উপজেলার সিংহটিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- উপজেলার হাওড়াপাড়া গ্রামের মৃত আদু মিয়ার ছেলে সায়েদ আলী (৪৫), গোপালপুর গ্রামের মৃত আসক আলীর ছেলে জুলহাস (৪৪), শিহরাইল গ্রামের মৃত বিশার মিয়ার ছেলে ফজলু মিয়া (৩৫), একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে মঞ্জুরুল (৪৫), বানিয়াফৈর গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে মুক্তার হোসেন (৫২), নারানদীয়া দৌলতপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মেছের আলী (২৬)।

র‌্যাব-১২ এর টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংহটিয়া গ্রামে থেকে জুয়ার আসর হতে নগদ জুয়া খেলার ২৫ হাজার ৬০০ টাকা ও এক বান্ডিল তাসসহ তাদের হাতেনাতে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।