মান্দায় সাংবাদিক আব্বাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে সাংবাদিক আব্বাস আলীর ওপর হামলা করেছে প্রসাদপুর দলিল লেখক সমিতির নেতারা।
বুধবার (৯ জুন) দুপুর ১২টায় এ ঘটনাসহ প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত ফি আদায়, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে উপজেলা প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে মানববন্ধন করে মান্দা উপজেলা প্রেস ক্লাব।
হামলার শিকার আব্বাস যুগান্তর ও জাগো নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি।
মানববন্ধনে মান্দা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসেন সবুজ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শাহীনূর রহমান, শ্যামবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম সবুজ, মান্দা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ বি এম হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী।
মানববন্ধনে দুর্নীতিবাজ অসাধু দলিল লেখকদের হুঁশিয়ারি করে বক্তারা বলেন, ‘সাংবাদিককে নির্যাতন করে জঘন্য অপরাধ করেছেন আপনারা। এরকম জঘন্য কাজ থেকে বিরত থাকবেন’।
এসময় দলিল লেখকদের মানুষদের সঙ্গে প্রতারণা না করে, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করে জমি রেজিস্ট্রি করার তাগিদ দেন তারা। এছাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয় মানববন্ধনে। না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ জুন) মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে ১০-১২ জন প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে আব্বাস আলীর ওপর হামলা চালায়। এসময় তার কাছে থাকা ল্যাপটপ, ক্যামেরা ও তিন লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আব্বাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ‘ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কোনো প্রকার মারধরের ঘটনা ঘটেনি। তবে একটু হাতাহাতি হয়েছে। আমরা জমি রেজিস্ট্রি করতে বাড়তি টাকা নেই না। খুশি হয়ে জমির ক্রেতা-বিক্রেতারা যা দেন সেটাই নেয়া হয়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।’
আব্বাস আলী/এসএমএম/এমএস