চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১০ জুন ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং ও নাচোলে পৃথক বজ্রপাতের ঘটনায় বাগানমালিক ও শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট শংকারবাটি মহল্লার মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৬০), একই এলাকার নজরুল ইসলামের ছেলে মেসবাহুল হক (৪৫) ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ বলেন, জনপ্রতিনিধিরা তিনজন নিহতের বিষয়টি জানিয়েছেন। সরকারিভাবে তাদের অনুদান দেয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।