করোনা সংক্রমণ রোধে শেরপুরে নতুন বিধিনিষেধ আরোপ
করোনা সংক্রমণ রোধে সীমান্তবর্তী শেরপুর জেলায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নতুন বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুন) রাতে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নতুন বিধিনিষেধের ব্যাপারে জানানো হয়। শুক্রবার (১১ জুন) সকাল ৬টা থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির বাসস্থান লকডাউনের আওতাভুক্ত থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক ও পর্যটন স্পটসমূহ বন্ধ থাকবে। সকাল ৭টা হতে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে।
স্বাস্থ্যবিধি মেনে ওষুধের দোকানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। জরুরি পরিষেবা (যেমন- বিদ্যুৎ, গ্যাস, কৃষিপণ্য পরিবহন, পশুখাদ্য ইত্যাদি) এবং জরুরি প্রয়োজন (ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন বা সৎকার) ব্যতীত কেউ সন্ধ্যা ৭টা হতে সকাল ৭টা পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করতে পারবে না।
এদিকে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানগুলো শুধু পার্সেল, টেকওয়ে, অনলাইন অর্ডার বা হোম ডেলিভারি সেবা প্রদান করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোনো অবস্থায় হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। বাস, মাইক্রোবাস ইত্যাদি গণপরিবহনগুলো নির্ধারিত আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিএনজি, অটোরিকশা, ইঞ্জিনচালিত রিকশা, অন্যান্য রিকশাগুলো স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র দুইজন যাত্রী বহন করতে পারবে। সিএনজি ও অটোরিকশাসমূহ কোনোক্রমেই সামনের সিটে যাত্রী বহন করতে পারবে না।
তবে মন্ত্রিপরিষদ বিভাগসহ সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাগুলো এ বিধিনিষেধের অন্তর্ভুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
ইমরান হাসান রাব্বী/এআরএ