টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে লালু মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া এলাকায় ব্যাটারির সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল।
নিহত লালু মিয়া একই গ্রামের সোহরাব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, লালু মিয়া প্রতিদিনের ন্যায় তার নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমীন বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরিফ উর রহমান টগর/এসএমএম/এমএস