চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত কমল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১১ জুন ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ৭২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।

শনাক্তদের মধ্যে কোন উপজেলায় কতজন তা যাচাইয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ রোধে সোমবার (৭ জুন) থেকে আগামী বুধবার (১৬ জুন) পর্যন্ত জেলায় ১০ কঠোর বিধিনেষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।