মাটিরাঙ্গায় আগুনে পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১২ জুন ২০২১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চার দোকান ও দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১১ জুন) গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় পঞ্চাশ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।

স্থানীয়রা জানান, সারাদিনের ব্যস্ততা শেষে সবাই ঘুমিয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এতে চারটি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানি মো. রুবেল হোসেন বলেন, খবর পেয়ে বাড়ি থেকে আসার আগেই আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিল তিল করে গড়ে তোলা আমার সব শেষ হয়ে গেছে। আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবেনা।

মাটিরাঙ্গা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান খোকন বলেন, একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় দুইটি বসতবাড়ি ও চারটি দোকান।

jagonews24

খবর পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত স্টেশন অফিসার দীপক কান্তি বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান খোকন। এসময় তারা ক্ষতিগ্রস্তদের সবধরনের সহযোগিতা আশ্বাস দেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।