টাঙ্গাইলে আরও ৭০ জনের দেহে করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১২ জুন ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) বিকেলে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২১৩ টি নমুনা পরীক্ষা করে ৭০ জন করোনা পজিটিভ হন। নমুনা পরীক্ষার আক্রান্তের শতকরা হার ৩২.৮৬ শতাংশ। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায়।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৯ জন, নাগরপুরে একজন, দেলদুয়ারে পাঁচজন, মির্জাপুরে একজন, কালিহাতীতে ২১ জন, ঘাটাইলে একজন, মধুপুরে ও ভূঞাপুরে একজন করে করোনায় আক্রান্ত হন।

জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন চার হাজার ৩০৮ জন। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৯২ জন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।