নওগাঁয় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ জুন ২০২১
ফাইল ছবি

নওগাঁয় গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর ২টার দিকে শহরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শ্যামলের ছেলে রাসেল (১৪) ও শাওনের মেয়ে সিমু (৬)। তাদের বাবা আলাদা হলেও মা এক। তারা শহরের বাঁঙ্গাবাড়িয়া মহল্লার থানার পেছনে ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল ও সিমু বাড়ির পাশের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে গোসল করতে যায়। পুকুর ঘাটে গামছা ও জুতা রেখে তারা পুকুরে নামে। এসময় পুকুরে কেউ না থাকায় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

পরে তাদের স্বজন অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে পুকুর ঘাটে জুতা ও গামছা দেখে নিশ্চিত হয় তারা পুকুরে নেমেছিল। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

আব্বাস আলী/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।