নকল গয়না দেয়ায় বিয়ের অনুষ্ঠানে মারামারি, তালাক-জরিমানা দিল বরপক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:৪১ এএম, ১৩ জুন ২০২১

কনেকে স্বর্ণের গয়নার পরিবর্তে দেয়া হয়েছে সিটি গোল্ডের (ইমিটেশন) গয়না। এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের মাঝেই মারামারির ঘটনা ঘটে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে। সর্বশেষ কনেকে তালাক ও জরিমানা দিয়ে বিদায় হয় বরপক্ষ।

শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই এলাকার মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার মো. হবিবর রহমানের ছেলে মো. মফিজুল ইসলামের বিয়ে হয়। প্রায় আড়াই মাস আগে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। গতকাল আনুষ্ঠান করে বউ নিতে আসে বরপক্ষ।

বিয়েতে বরপক্ষ থেকে কনেকে হাতের বালা দেয়া হয়। কনের হাতে পরাতে গিয়ে বাড়ির সদস্যরা বুঝতে পারেন, বরপক্ষ থেকে দেয়া বালা দুটি স্বর্ণের নয়।

এ নিয়ে বরপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে কনেপক্ষ। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

পরে বরকে আটকে রাখে কনেপক্ষের লোকজন। এ নিয়ে শনিবার দুপুরে উভয়পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে তালাক হয় এবং বরপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।

জাহেদুল ইসলাম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।